তথ্যানুসন্ধান রিপোর্ট: (প্রকাশের তারিখ: 17-Apr-2025)
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৬ এপ্রিল বিকেল সোয়া ৫টায় শ্রীপুর উপজেলা সদরের টেংরা রাস্তার মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন এলাকায় বিএনপি অফিসের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ডাঃ মোঃ শফিকুল ইসলাম এর সভাপত্বিতে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আক্তারুল আলম মাষ্টার, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর রাজ্জাক ও শেখ ফরিদা জাহান স্বপা, উপজেলা বিএনপির উপদেষ্টা জহিরুল ইসলাম, গাজীপুর জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক আফাজ উদ্দিন প্রধান, কাজল,গাজীপুর জেলা মহিলা দলের সাধারন সম্পাদিকা গোল নাহার,বরমী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ফয়েজ আল মামুন, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ সোহেল খান, শ্রীপুর উপজেলা মহিলা দলের সভানেত্রী পাপিয়া সুলতানা শিলা প্রমুখ।