নিজস্ব প্রতিবেদক: (প্রকাশের তারিখ: 05-Apr-2025)
মো: এমদাদ হোসেন: উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কেন্দ্রীয় দপ্তরে বিশেষ দায়িত্ব প্রাপ্ত জননেতা তারিকুল আলম তেনজিং। তেনজিং বলেন বিগত সরকারের আমলে অনেত জেল জুলুম বরদাস করতে হয়েছে। গ্রামে আসতে দেওয়া হয়নি, প্রোগ্রাম করতে পারিনি। এখন অনেক প্রোগ্রাম করতে পারি বলে অনেক আনন্দ লাগে। দলের নেতা কর্মিদের কে বলেন খবরদার আপনারও ফ্যাসিবাদ হবেন না।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন আজমত আলী বাহাদুর যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি জামসিদুর রহমান সাবেক সাধারন সম্পাদক উপজেলা বিএনপি কাজী এমদাদুর রহমান আলমগীর যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি মো: আবুল বশার জি.এস.সদস্য সচিব,সন্দ্বীপ পৌরসভা বিএনপি জয়নাল আবেদিন বাকের সিনিয়র সহসভাপতি রহমতপুর ইউনিয়ন বিএনপি ফোরকান উদ্দীন রিজভী সহসভাপতি চট্টগ্রাম উত্তরজেলা যুবদল আকবর ভূঁইয়া সাবেক সভাপতি সন্দ্বীপ উপজেলা যুবদল শফিউল আজম শামু আহবায়ক স্বেচ্ছাসেবক দল সন্দ্বীপ উপজেলা। কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল আক্তারের সঞ্চালনায়আরও বক্তব্য রাখেন যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল,কৃষকদলের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন : জুলফির আলী ভুট্টু সভাপতি সন্দ্বীপ উপজেলা কৃষক দল।