নিজস্ব প্রতিবেদক: (প্রকাশের তারিখ: 25-Mar-2025)
আজ ২৫ মার্চ ২০২৫ বিকাল ৫টায় (ইফতার পূর্বে) ২০৬, আলাউদ্দিন ভিলা, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকায় দৈনিক তথ্যানুসন্ধান পত্রিকার উপদেষ্টা সম্পাদক জিয়াউর রহমানের সুস্থতা এবং প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম জয় মাহমুদ এর আত্মার মাগফিরাত কামনায় দৈনিক তথ্যানুসন্ধান পত্রিকার আয়োজনে বাণিজ্যিক কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মাসুদুর রহমান, দৈনিক অগ্নিকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক খোরশেদ আলম, সাপ্তাহিক আধুনিক সংবাদ পত্রিকার সম্পাদক মাহাবুবুল ইসলাম, মুক্তির লড়াই পত্রিকার নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া, অনলাইন সত্যের উম্মোচন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ স্বপন মিয়া, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান দুলাল মিয়া, ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, দৈনিক আজকের প্রভাত পত্রিকার সিনিয়র সাংবাদিক ওমর ফারুক সহ অন্যান্য সাংবাদিকগণ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন সিনিয়র সাংবাদিক জহির আলম সিকদার। দোয়া পরিচালনা করেন ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা ফেরদাউস হাওলাদার কোরাইসী।
অনুষ্ঠানে আলোচনা শেষে দৈনিক তথ্যানুসন্ধান পত্রিকার উপদেষ্টা সম্পাদক জিয়াউর রহমান ও তার পরিবারের সুস্থতা সহ প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম জয় মাহমুদ এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়