নিজস্ব প্রতিবেদক: (প্রকাশের তারিখ: 23-Mar-2025)
ইয়েস বাংলাদেশ এর ইফতার মাহফিলে ড.নজরুল ইসলাম ভূঁইয়া বলেন প্রতিবন্ধী পথ শিশু তৃতীয় লিঙ্গ সহ বয়স্ক অসহায়দের জন্য সরকারিভাবে মাসিক ভাতা নির্ধারণ করুন ।
বাংলাদেশ জনসেবা পার্টি ( বাজপা) ও জাতীয় জনজোট চেয়ারম্যান ড.নজরুল ইসলাম ভূঁইয়া মানব কল্যাণে নিবেদিত নোবেল জয়ী প্রফেসর ডঃ মোঃ ইউনূস এর নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের কাছে আবেদন জানিয়ে বলেছেন, সকল প্রতিবন্ধী, পথ শিশু ও তৃতীয় লিঙ্গ (হিজড়া) সহ বয়স্ক অসহায় মানুষের জন্য সরকারিভাবে মাসিক ভাতা নির্ধারণ করুন-যা দিয়ে তারা কোনরকম জীবন জীবিকা নির্বাহ করতে পারেন। ইউথ ফর এক্সিলেন্ট সোসাইটি-ইয়েস বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। ২২ মার্চ শনিবার বিকাল তিনটায় রাজধানীর ডেমরা পশ্চিম সানারপাড় চৌরাস্তাস্থ বিইউপি ফাউন্ডেশন মিলনায়তনে সংগঠনের সভানেত্রী মুনিরা সুলতানা রাখির সভাপতিত্বে উক্ত সভায় আরো বক্তব্য রাখেন কবি মোজাম্মেল হক, সভাপতি বাংলাদেশ গ্রীন পার্টি ও বিপ্লবী গণজোট, ইয়েস বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইচ্ছাক আলী মিজান, অধ্যক্ষ গোলাম কুদ্দুস খান, এসএম সালাহ উদ্দিন,সৈয়দ রুনু,আলহাজ্ব শফিকুল ইসলাম জন্য চুন্নু,দীপঙ্কর সুতার রনজিৎ রনি, আবু হুরায়রা তামিম, ফজলে রাব্বি প্রমুখ। ইয়েস বাংলাদেশের সভাপতি মনিরা সুলতানা রাখি তার বাবার স্বপ্ন পূরণে তথা সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে সরকার,সমাজের বিত্তবান সমাজসেবী ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড.নজরুল ইসলাম ভূঁইয়া আরো বলেন,স্বাভাবিকভাবে মানুষ বৃদ্ধ হলে ছেলে মেয়েরা দেখাশুনা করে না,স্থান হয় বৃদ্ধাশ্রমে অথবা মানবেতর অসহায় জীবন যাপন করে,এক পর্যায়ে মৃত্যুবরণ করে। যেহেতু ইতিপূর্বের সরকার গুলো যেহেতু হতদরিদ্র সকল প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ হিজড়া ও বয়স্ক মানুষের প্রয়োজনীয় মাসিক ভাতা নির্ধারণ করে নাই সেহেতু তিনি মানবিক কারণে অসহায় জনগোষ্ঠীর কল্যাণে মাসিক ভাতা নির্ধারণ করে দ্রুত প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান