নিজস্ব প্রতিবেদক: (প্রকাশের তারিখ: 05-Apr-2025)
মো: এমদাদ হোসেন: চট্টগ্রামের সন্দ্বীপে সন্দ্বীপ অধিকার আন্দোলন এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শাকিল খান এর পরিচালনায় ও সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফি উদ্দিন ফয়সাল। আরও বক্তব্য রাখেন সন্দ্বীপ পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নুরুল আবছার,যুবদল নেতা মাঈন উদ্দিন শিকদার,উপজেলা ছাত্রদলের যুগ্ম- আহবায়ক আব্দুল ওয়াজেদ অনিক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,সন্দ্বীপের ৬০ মৌজার সীমানা অনতিবিলম্বে নির্ধারণ করতে হবে। উরিরচরের কোম্পানি গঞ্জের অংশ,ভাসান চর ও স্বর্ণদ্বীপকে সন্দ্বীপের অংশ হিসেবে গেজেট করতে হবে।
এতে উপস্থিত ছিলেন যুবদল নেতা মনির,ছোট্টন,পপেল, সন্দ্বীপ অধিকার আন্দোলন এর অর্থ সম্পাদক নজরুল ইসলাম, মুছাপুর কমিটির সভাপতি এ আর রাসেদ,সাধারণ সম্পাদক সুমন,রহমতপুর ইউনিয়নের তারেক,রাব্বি,সজিব,জিহাদ সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন।