নিজস্ব প্রতিবেদক: (প্রকাশের তারিখ: 15-Feb-2025)
নারায়নগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপারেশন ডেভিল হান্টের অভিযানে ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ । গত ১২ ফেব্রুয়ারি রাতে থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে ।
গ্রেফতারকৃতরা হলো, সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী শিমুলপাড়া এলাকার মো: মোস্তফার ছেলে যুবলীগ নেতা মোঃ রনি (৩৭), একই থানাধীন সরদার পাড়া সাইলো গেট এলাকার লুরুল হক ভূইয়ার ছেলে যুবলীগ কর্মী রিকাবুল (৫০) এবং একই থানাধীন মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মুনসুর আলীর ছেলে যুবলীগ কর্মী স্বপন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতরা বর্তমান দেশের শান্ত পরিস্থিতিকে অস্থিতিশীলতা সৃস্টিকারী, পরিকল্পনাকারী এবং সহযোগী । ধৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে । আমাদের এই অভিযান চলবে বলেও জানান তিনি।