শিরোনাম

শ্রীপুরে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি

নিজস্ব প্রতিবেদক: (প্রকাশের তারিখ: 02-Mar-2025)

শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে, আমিষেই শক্তি মৎস্য আমিষেই মুক্তি স্লোগানে রমজান উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটরিনারি হাসপাতালের আয়োজনে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রয় কার্যক্রম শুরু। রবিবার (২ মার্চ) সকালে উপজেলার শ্রীপুর প্রাণিসম্পদ ও ভেটরিনারি হাসপাতালের ফটকের সামনে দুধ, ডিম, মাংস বিক্রি করা হয়।
দুধ, ডিম, মাংসে দাম জনসাধারণের সহনশীল অবস্থায় রাখতে প্রতিটি ডিম ৯ টাকা, এক ডজন ডিম ১০৮ টাকা, দুধ ৮০ টাকা লিটার, ব্রয়লার মুরগি ১৮০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। কম দামে দুধ, ডিম, মাংস ক্রয় করতে পেরে ক্রেতারাও অনেক খুশি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফ হোসেন, ভেটেনারি সার্জন ডাঃ মোঃ গোলাম মোরশেদ মুরাদসহ প্রাণিসম্পদ ও ভেটরিনারি হাসপাতালের কর্মকর্তা, কর্মচারিসহ সাধারন ক্রেতাগন।
এ বিষয়ে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফ হোসেন বলেন, আমাদের এই কার্যক্রম রজমান জুড়ে চলমান থাকবে।

এই বিভাগের আরো খবর