নিজস্ব প্রতিবেদক: (প্রকাশের তারিখ: 21-Jan-2025)
বজলুর রহমান:
ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম হোসেন হিরন এর এক নারীর সাথে একটি আপত্তিকর ভিডিও সম্প্রতি প্রকাশ পেয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, এক নারীর সঙ্গে তিনি শারীরিক মেলামেশায় লিপ্ত রয়েছে। বিষয়টি নিয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের বিভিন্ন নেতারা অস্বস্তিকর অবস্থায় পড়েছে। দলের মধ্যে সমালোচনার ঝড় বইছে।উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম হোসেন হিরন ভান্ডারিয়া উপজেলার পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার আঃ রহমান সর্দার এর ছেলে।
প্রতিবেদকের হাতে পাওয়া ওই ভিডিওটি যে সমস্ত নেতৃবৃন্দরা দেখেছে তারা অনেকে নানা ধরণের নেতিবাচক মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন- বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা যেখানে তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে ব্যস্ত সময় পার করছে ,আর এই সময়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নারীদের সাথে রঙ্গলীলায় লিপ্ত রয়েছেন। এরা নাকি আবার দেশের মানুষের মঙ্গলে নিজেদের বিলিয়ে দেবে!
ভিডিও প্রকাশ হওয়া ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম হোসেনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি প্রতিবেদকের পরিচয় পেয়ে কলটি কেটে মুঠোফোনটি বন্ধ করে দেন।
এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন নেতৃবৃন্দ ভিডিওটি দেখে এক প্রকার অস্বস্তিতে ভুগছেন।তারা বলেছেন তিনি যেটা করেছেন- সেটা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের সাথে বলবেন। নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দেন- সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য গত ২২-৩-২০২৩ ইংরেজি তারিখ পিরোজপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মশিউর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন ও সাধারন সম্পাদক এম ডি বদিউজ্জামান শেখ রুবেলের সিদ্ধান্তে ইব্রাহিম হোসেন হিরন কে আহবায়ক কমিটির সদস্য পদ হইতে যুগ্ম-আহবায়ক পদে পদোন্নিত দেয়া হয়।